"আপনার কত সৌভাগ্য, ২১ বছরে কত দেশ ঘুরছেন।"
এ কবার অধ্যাপক আবু সাঈদ বলেছিলেন তিনি প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের বেশি সম্মান করেন, বিদেশে স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশীদের থেকে। তিনি এখানে তাদেরও যোগ করেছেন যারা পড়তে গিয়ে আর ফিরে আসেননি, বরং পরিবারসহ চলে গিয়েছেন। তার এই বক্তব্যের পর তিনি প্রচুর সমালোচনার ভাগীদার হয়েছেন, এবং তাকে বদ্ধ উম্মাদ বলতেও আমাদের শিক্ষিত শ্রেণীর গায়ে লাগেনি। মে মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত প্রবাসী শ্রমিকরা বাংলাদেশে ৫,২০২ কোটি টাকা পাঠিয়েছেন। এ ধারা চলতে থাকলে এই মাস শেষে এর পরিমান দাঁড়াবে ২ ০,০০০ কোটি টাকা। একটা দেশের অর্থনীতি সচল রাখার জন্য এই পরিমান টাকা আসলেই দরকার। বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে তিনটি জিনিসের উপর। প্রবাসীদের বৈদেশিক অর্থ, কৃষি এবং রপ্তানিযোগ্য তৈরি পোশাক। এই তিনটির মধ্যে একটি যদি ভেঙ্গে যায়, বাংলাদেশের অর্থনীতির সচল চাকা অচল হয়ে যাবে। ভেবে দেখুন, এই ৩ খাতে যারা কাজ করে যাচ্ছেন, তারা হচ্ছে সবচেয়ে অবহেলিত শ্রেণী। তাদের কাজ দাসপ্রথার মত। অথচ বাংলাদেশ বাঁচিয়ে রাখার জন্য তাদের নিরন্তর প্রচেস্তার বিন্দু মাত্র সম্মান নেই। বরং বাঁচার জন্য এবং বাঁচাবার জন্য সাগর পাড়ি দিতে গিয়ে ৩...