এ+ না পেয়ে আমার জীবন ব্যর্থ হয়ে গেছে...!
Image Source: Google |
আজ এস.এস.সি.- এর ফলাফল বেরিয়েছে, অনেকে ভাল ফলাফল করেছে, অনেকে খারাপ করেছে। আবার, অন্যদিকে এবার সবচেয়ে বেশি প্রশ্ন ফাঁস হয়েছে, এবং অসংখ্যজন এর সুবিধা ভগ করেছে। তাই যারা ভাল ফল করেছে তাদের ফলটাই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। তাই যারা প্রত্যাশিত ফল পায়নি, তারা কিছুটা হলেও এই প্রশ্নবিদ্ধ অবস্থান থেকে মুক্তি পেয়েছেন।
সে যা-ই হোক, এ+ না পেয়ে আমার জীবন ব্যর্থ হয়ে গেছে...বা আমার জীবনটাই বৃথা এ কথা ভাবার কোন কারন নেই।
"This is my belief: that through difficulties and problems God gives us the opportunity to grow. So when your hopes and dreams and goals are dashed, search among the wreckage, you may find a golden opportunity hidden in the ruins."
- A.P.J. Abdul Kalam
এখন অনেকেই বলবে, এসব কথা তাদের মুখেই মানায়।
তাহলে এবার বলি, যাদের তৈরি সুত্র, আবিস্কার ইত্যাদি সব মুখস্ত করে বা বুঝে সবাই পরীক্ষায় ভাল নম্বর পায় বা না পায়, বস্তুত তাদের কাররই কোন ডিগ্রি ছিল না। তারা কেউ এ + পাননি। আইনস্টাইন যদি ফেল করে আইনস্টাইন হয়, তাহলে তুমি সব বিষয়ে পাশ করে, কি করেছ? আবার, যারা এ+ পেয়েছে তারা কি মহাকাজ করেছে? কেউ কিছুই করেনি। কেউই যেহেতু কিছু করেনি তাহলে আর পার্থক্য রইল কোথায়! বরং যারা ফেল করেছে বা পড়াশোনাই করেনি, তাদের অনেকেই অনেক কিছু করে ফেলেছে এবং তাদের পৃথিবীও চেনে।
সমস্যাটা হল আমাদের সমাজের। ভাল ফল না পেলে সব দোষ শিক্ষার্থীর। ভাল কলেজে পড়া যাবে না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে না, ভাল চাকরি হবে না, ভাল টাকা আসবে না আরও কত কি...! প্রতিবছর লাখ লাখ ভাল ফলাফলকারী বের হচ্ছে। কিন্তু গবেষক তো ১০০০ দূরে থাক, ৫০০ জনও খুঁজে পাওয়া যায় না, কতজন অসাধারন ডাক্তার বা ইঞ্জিনিয়ার আছেন? হাতে গোনা যাবে। কিছুজন উচ্চশিক্ষা নিয়ে শিক্ষক হবেন, আর বাকিরা সবাই চাকরি বা ব্যবসা করবেন।
কেউই বসে থাকবে না। অসাধারন কিছু করতে হলে, নিজে সাধারন হলেই হয়। অসাধারন হওয়া লাগে না। আরে, লোকে কি বলল, সে কথায় কান দিলে কি আর দুনিয়া চলবে? কারন, লোকে আমাকে খাওয়ায়ও না, পড়ায়ও না। নিন্দুক থাকবে নিন্দা করার জন্য, তাকে বুড়ো আঙ্গুল দেখানই তোমার কাজ।
পরিশ্রম করলে, কাল ফল নাও আসতে পারে, হয়ত ১০ বছর আসবে, এবং আসবেই। সোজা কথা হল সৎ থাকো, ভাল কাজ করো, আর নিজেকে সৃজনশীল করে তোল এবং জ্ঞানের পরিধিকে অসীমে নিয়ে যাও। তুমি যদি কিছু না জানো, না পারো, তাহলে একটা ভাল ফল তোমার কোন কাজে আসবে না। এটা ভাবার কোন কারন নেই যে, ভাল ফল অধিকারীরাই অনেক জ্ঞানী। তোমার সৃজনশীলতাই তোমাকে নতুন ভাবে সৃষ্টি করবে।
জ্ঞান অর্জনই মুখ্য, এবং মুল উদ্দেশ্য হল ভাল এবং প্রকৃত মানুষ হওয়া। টাকা উপার্জন নয়। সবার অসাধ্য সাধন করার ক্ষমতা আছে, এটা বিশ্বাস করলেই হবে।
Comments
Post a Comment