আমাদের সমস্যাটা কোথায়? আমরা কি আসলেই তামাশার জাতি? এই বাংলাদেশে কি আসলেই কিছু হবে না?
আপনি যখন ভাববেন, এই দেশে আসলে কিছু হবে না, তখন শুধু আপনার মাধ্যমে যে এখানে কিছু হবে না সেটা নিশ্চিত। আপনিও হতাশ আবার আপনার কথা শুনে আরেকজনও হতাশ হয়ে যাচ্ছে। আমরা কি আসলেই তামাশার জাতি? এই প্রশ্নের উত্তর দেয়ার আগে বুঝতে হবে আমাদের সমস্যাটা কোথায়? সমস্যা আমাদের মানসিকতায় আর মানবিকতায়। আমদের মানসিকতা দিনদিন হীন হয়ে পড়ছে (পূর্বে এমন ছিল না)। তার পেছনের মূল কারন হল লোভ আর দাম্ভিকতার উচ্চাশা। সমাজ ব্যবস্থায় সামর্থ্য মানুষকে দাম্ভিক করে তোলে, আর পৃথিবীময় এই চিত্র একই। একটি উদাহরণ দিয়ে বলি, একটি গ্রামে শুধু দুটো পরিবারে মনমালিন্য, কিন্তু কোন ঝগড়া নেই। হঠাৎ, সামর্থ্যবান পরিবারটি দাম্ভিক হয়ে হীন মানসিকতার পরিচয় দিল। অপর পরিবারের রাস্তা আটকানোর জন্য নিজের জমির উপর উঁচু প্রাচীর তুলে দিল। ফলে শুধু ওই পরিবার নয়, তার পেছনে যতগুলো বাড়ি ছিল সবাই চলাচলের পথ হারাল। আবার প্রাচীর উঁচু হওয়ায় অসংখ্য মানুষ নদীর হাওয়া থেকে বঞ্চিত হল। ফলাফল হল দুর্বিষহ গরম এবং চলাচল বন্ধ। অথচ সেই দাম্ভিক পরিবারটির কেউই গ্রামে থাকেন না। এতে কি বা লাভ হল? ক্ষতি ছাড়া কিছুই হল না। এরকম অনেক ঘটনা আছে। আমরা চাই নিজেকে দাম্...