Posts

Showing posts from January, 2019

চেষ্টা আর সহযোগিতা একে অন্যের পরিপূরক

নতুন বছরে শুভেচ্ছা জানানো একধরনের সৌহার্দ্যপূর্ণ রীতি হলেও এর গ্রহনযোগ্যতা আসলে কতটুকু সেটা নিয়ে আসলেই আমার সন্দেহ আছে। পৃথিবীতে প্রতিবছর এই সময়টায় শুভ জিনিসের কামনা করা হলেও বছর শেষে দেখা যায়, তিক্ততা বছর পরিবর্তনের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে। মানুষ বলে, যায় দিন ভালো, আসে দিন খারাপ। তাই এই সন্দেহ আরকি! তারপরও মানুষ আশায় বাঁচে। আশাই জীবন। যা হোক একটা কিছু বলতে ইচ্ছে করছে। সবাই তো কত আশা করে, আমার একটি আশা একটু ভিন্নরকম। আমরা অনেকেই এটি এড়িয়ে চলে যাই। এটা হয়ত আমাদের জীবনটা শুভ ও সুন্দর করতেও পারে।   আমি মনে করি চেষ্টা আর সহযোগিতা একে অন্যের পরিপূরক। এটা আবার কি? বলছি। আমরা যা করি, আমরা যা মানি তার সবকিছুতেই আমরা অন্যের চেয়ে আলাদা বললেও আমরা আসলে অন্যেরটা অনুকরণের চেষ্টা করি। যেমন, কেউ অভিনেতা উত্তমকুমার হতে চান, বা কেউ লিঙ্কিন পার্ক এর মত মানুষকে মাতাতে চান। সবাই এরকম কিছু না কিছু হতে চান। এখানে দোষের কিছু নাই। কারন এটি তার অনুপ্রেরণার জায়গা। তাই চেষ্টাটা শুরু হয়। এটা ভালো। বলে রাখা ভালো যে সবাইকে এক মাপকাঠিতে একি জিনিস বিচার করে মাপা যায় না। যেমন, ১ কেজিতে ৭-৮ আপেল পা...